অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এর ফটোজ অ্যাপে বিভিন্ন ধরনের ফিচার থাকলেও ছবির ফাইল সাইজ পরিবর্তন করা যায় না।তবে একটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আলাদাভাবে একটি ছবির সাইজ পরিবর্তন করা সম্ভব।
ছবির রেজুলিউশন ও ফাইল সাইজ বদলানোর জন্য আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহার করা যাবে। শর্টকাটস হল অ্যাপলের বিল্ট-ইন অটোমেশন টুল, অর্থাৎ এটি কয়েক ধাপের পদ্ধতিকে সহজ করে নিজের মতো একটি শর্টকাট পদ্ধতি তৈরিতে সাহায্য করে।