ফুটবলাদের বেতন-বোনাস বকেয়া, ভোট বাড়াতে অর্ধকোটির এজিএম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৯:৪৫

আগামী ৩ অক্টোবর বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ। এর মাস তিনেক আগেই আগামীকাল (শনিবার) প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে ফুটবলের স্বার্থে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা নেই। এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী শীর্ষ ৪ দলকে কাউন্সিলরশিপ প্রদান।


বার্ষিক সাধারণ সভায় উপস্থিতিদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে। অধিকাংশ কাউন্সিলরশিপের পক্ষে মত দিলে ভোটাধিকার পাবে নারী লিগের ক্লাবগুলো, আর নাকচ হলে নেই। মানহীন লিগের চার দলকে কাউন্সিলরশিপ প্রদানের ব্যাপারে বাফুফের নির্বাহী সভায় তুমুল হট্টগোল হয়েছে। দীর্ঘদিন থেকে পাইওনিয়ার খেলে আসা ক্লাবগুলোর কোনো ভোটাধিকার নেই। এমনকি তৃতীয়-দ্বিতীয় বিভাগের সব ক্লাবও ভোটাধিকার পায় না। সেখানে বছরে মাত্র পাঁচ-ছয়টি ম্যাচ খেলে নারী লিগের চার ক্লাবের ভোটের অধিকার পাওয়া অত্যন্ত বৈষম্যমূলক। এ নিয়ে নির্বাহী কমিটির মতো সাধারণ কাউন্সিলরদের মধ্যেও রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। কাউন্সিলরদের অনেকে শীর্ষ দুই দলকে ভোটাধিকার প্রয়োগের পক্ষে এবং সেটা পরবর্তী নির্বাচনে বাস্তবায়ন চায়। যদিও বাফুফের কয়েকজন কর্তাদের মনোবাসনা– চারটি প্রস্তাব পাশ করিয়ে আসন্ন নির্বাচনে এর ফায়দা নেওয়া। এজন্য তাদের একাংশের কৌশল এই আলোচ্যসূচিতে মতামতের সুযোগ না দিয়ে সরাসরি হ্যাঁ-না ভোটে যাওয়ার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us