ক্যাসিনোতে ৩৪ কোটি টাকা জয়ের পর উত্তেজনায় মৃত্যু!

যুগান্তর প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৪:২৭

একবার ভাবুন তো, কোনো এক জাদুর কাটির ছোঁয়ায় জীবনের মোড়টাই ঘুরে গেল আপনার। আর এমন অনুভূতি কীভাবেই বা সংবরণ করবেন? এমন চিন্তা নিয়ে এক বাজিকর ক্যাসিনোতে আসেন ভাগ্য বদল করতে।


যদি কোনোভাবে জীবনটাকে বদলে ফেলা যায়। জিতে যানও প্রায় ৩৩ কোটি টাকা! কিন্তু উত্তেজনার বশে হৃদরোগে আক্রান্ত হয়ে এখন খবরের শিরোনাম ওই ব্যক্তি।


সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া এ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের ক্যাসিনোতে। এনডিটিভি জানিয়েছে, সিঙ্গাপুরের ওই ক্যাসিনোয় ২২ জুন এসেছিলেন ওই ব্যক্তি। যোগ দিয়েছিলেন খেলায়।  ভাগ্য পক্ষে থাকায় জয়ীও হন তিনি।  যা নগদ অর্থে ৩.২ মিলিয়ন পাউন্ড।  বাংলাদেশি টাকায় যা ৩৪ কোটি টাকা।  


কিন্তু এখানেই ঘটে গেল বিপত্তি। জয়ের পর অতিমাত্রায় উদযাপন করতে গিয়ে উত্তেজনায় মাটিতে পড়ে যান ওই বক্তি। চারপাশ থেকে মানুষ ছুটে এসে দ্রুত হাসপাতালে পাঠায় তাকে।  চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির হার্টঅ্যাটাক হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us