যুক্তরাষ্ট্রের আদালত থেকে মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশে রওনা হন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ভাড়া করা একটি ব্যক্তিগত (চার্টার্ড) উড়োজাহাজে চেপে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ফিরেছেন তিনি।
মাল্টাভিত্তিক চার্টার্ড সেবাদাতা প্রতিষ্ঠান ভিস্তা জেট পরিচালিত উড়োজাহাজে করে অ্যাসাঞ্জ যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে আসেন। সাইপানের আদালত তাঁকে মুক্ত ঘোষণা করলে তিনি এই উড়োজাহাজে করেই ক্যানবেরার উদ্দেশে রওনা দেন।