দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে নতুন অধ্যায় লেখার দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও চিলি। নতুন লড়াইয়ের মঞ্চ পুরোনো, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ২০১৬ সালে এই মাঠেই কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা।
২০১৫ সালে সান্তিয়াগোয় আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছিল চিলি। পরের বছরও তারাই ভেঙেছিল লিওনেল মেসির শিরোপা স্বপ্ন।
চিলি দুটি ফাইনালেই জিতেছিল টাইব্রেকারে।
বাংলাদেশ সময় বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আট বছর আগের ওই ফাইনালে স্মৃতি ভুলে যাওয়ার কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।