জনপ্রিয় বাইক সংস্থা বাজাজ তাদের প্রথম সিএনজি বাইক আনছে বাজারে। এটি বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল হতে চলেছে। এতদিন গাড়িতে এই প্রযুক্তি দেখা গিয়েছে। তিন চাকা ও চার চাকায় সিএনজির আবির্ভাব ঘটেছে অনেকদিন। এবার যোগ দিতে চলেছে দু চাকা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরই লঞ্চ হবে সিএনজি মোটরসাইকেল। বর্তমানে কোম্পানির ঝুলিতে কোনো সিএনজি চালিত বাইক নেই। এটি প্রথম মোটরসাইকেল হতে চলেছে যেখানে সিএনজি প্রযুক্তি ব্যবহার করা হবে। এমনকি এটি হয়ে চলেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক।