চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে এবং গণতান্ত্রিক দ্বীপটিকে বেইজিংয়ের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দিতে বাধ্য করতে পারে। আর এসবই চীন করতে পারে একটিও গুলি খরচ না করেই। সম্প্রতি ওয়াশিংটন-ভিত্তিক একটি থিংক ট্যাংকের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে। স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে চীনের অস্বীকৃতি এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।