২৩ জুন ১৯৪৯ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। আজ বৃহৎ এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। দলটি যখন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে, তখন কতটা পেছনে ফিরে তাকাবে? ২০০৮ সাল থেকে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে থাকা, ‘ক্ষমতাসীন’ শব্দটি কি নেতিবাচক নয়?
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বর্বরোচিত হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ের পরপরই সুধা সদনে আওয়ামী লীগ সভাপতি প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, এখনো কানে বাজে তার উচ্চারণ, ‘আমরা শাসক নয় সেবক হতে চাই’।