নেতা-কর্মীদের সবার গায়ে লাল রঙের টি-শার্ট। মাথায় লাল রঙা টুপি। তাঁরা কয়েকটি বাসে চেপে এসেছেন রাজধানীর খিলক্ষেত থেকে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে জড়ো হয়ে তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছিলেন। পরে সারি ধরে প্রবেশ করেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাস্থলে।
আজ রোববার আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে নানা প্রান্ত থেকে দলের নেতা-কর্মীরা আসছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা আড়াইটায় আলোচনা সভা শুরু হবে।