অভিষেকটা হয় স্বপ্নের মতো, সালমান খানের বিপরীতে। কিন্তু এরপর কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি তাঁর ক্যারিয়ার। কোনো হিট সিনেমা নেই, ধীরে ধীরে হারিয়ে যান পাদপ্রদীপের আলো থেকে। সঙ্গে যুক্ত হয় পারিবারিক ঝামেলা, শারীরিক অসুস্থতা। সব মিলিয়ে অভিনেত্রী পূজা দাদওয়াল এখন প্রায় ভুলে যাওয়া এক নাম। শুরু থেকে এ পর্যন্ত দেখে নেওয়া যাক পূজার ক্যারিয়ার।
১৯৭৭ সালের ৫ জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম পূজার। ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি। চেয়েছিলেন অভিনেত্রী হবেন। স্বপ্ন পূরণ করতে স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ চলাকালে একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।