অস্ট্রেলিয়ার কাছে হেরে এমনিতেই কিছুটা ব্যাকফুটে অবস্থানে বাংলাদেশ। এ ছাড়া ভারতের সঙ্গে পরিসংখ্যানের বিচারে ধারেকাছেও নেই। তবুও প্রতিপক্ষ ভারত বলেই দারুণ লড়াইয়ের আশা সমর্থকদের। সাম্প্রতিক সময়ে দুই দলের মাঠের লড়াইয়েও তেমন আঁচ পাওয়া যাচ্ছে।
সুপার এইটের সুপার ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই দল। তুলনামূলক ভালো অবস্থানে টিম ইন্ডিয়া। গ্রুপপর্বে সবকটি ম্যাচে জয়ের পর সুপার এইটে আফগানদের হারিয়ে ভালো অবস্থানে আছে রোহিত শর্মারা। আজ বাংলাদেশকে হারালেই সেমিতে এক পা দিয়ে রাখবে তারা।