লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্যসাগরের দেশটিতে হামলা হলে ইইউ ও যুক্তরাজ্যও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ গত বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোনো স্থানই আমাদের রকেট থেকে রেহাই পাবে না। লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে সাইপ্রাসেও হামলা চালানো হবে।’