মাত্র ৩ ধাপে বানান আমের টক-ঝাল আচার

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৪, ২০:২১

আমের টক-ঝাল আচার


উপকরণ: আম ৮টি, শর্ষেবাটা ১ টেবিল চামচ, টালা শুকনা মরিচগুঁড়া ২ টেবিল চামচ, পাঁচফোড়নগুঁড়া ১ টেবিল চামচ, আখের গুড় ১ কাপ, লবণ স্বাদমতো ও শর্ষের তেল প্রয়োজনমতো।
প্রণালি:


১. আম কেটে ধুয়ে পানিসহ চুলায় বসিয়ে দিন। দু-তিনটি বলক ওঠার পর পানি ঝরিয়ে নিতে হবে।


২. গুড়, লবণ ও শর্ষের তেল দিয়ে চুলায় বসান। গুড় গলে গেলে আম, পাঁচফোড়ন, মরিচগুঁড়া দিয়ে নাড়তে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us