বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যদের ওপর ছুরি, চাপাতি, হাতুড়ি ও কুড়াল দিয়ে হামলা চালিয়েছে চীনের কোস্টগার্ডের সেনারা।
চীনের সৈন্যরা আটটি মোটরবোটে করে এসে ফিলিপাইনের দুটি বোটে হামলা চালায়। এই সময় কুড়াল ও চাপাতি দিয়ে ফিলিপিনোদের বোট ক্ষতিগ্রস্ত করে তারা।
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনারা দুটি বোটে করে ‘দ্বিতীয় থমাস প্রাচীর’-এ যাচ্ছিলেন। ওই প্রাচীরটিতে যেসব নৌ সেনা আছেন তাদের জন্য খাবার, অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই বোটে থাকা নৌ সেনারা হামলার শিকার হন।