জার্মানির বিপক্ষে হারের পর হাঙ্গেরি কোচের কাঠগড়ায় রেফারি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১৩:৪৫

জার্মানির বিপক্ষে হেরে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়ার পর রেফারির কড়া সমালোচনা করলেন হাঙ্গেরি কোচ মার্কো রস্সি। তার অভিযোগ, ম‍্যাচে দুই দলের জন‍্য দুই রকম ছিল ডাচ রেফারি দানি মাখলির আচরণ।


স্টুটগার্টে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে হারে হাঙ্গেরি। ২২তম মিনিটে জামাল মুসিয়ালা জার্মানিকে এগিয়ে নেওয়ার পর ৬৭তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন ইলকাই গিনদোয়ান।


রস্সির আপত্তি প্রথম গোল নিয়ে। মুসিয়ালাকে বল দেওয়ার আগে হাঙ্গেরির উইলি ওরবানের সঙ্গে সংঘর্ষ হয় গিনদোয়ানের। হাঙ্গেরির খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখেও বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যেতে দেন রেফারি। সেই আক্রমণ থেকেই এগিয়ে যায় জার্মানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us