পাওয়ারপ্লেতে এক ওভার, মাঝের ওভারে আরও একটি। বাকি দুটি ওভার ডেথ ওভারের জন্য বরাদ্দ। মোস্তাফিজুর রহমানের চার ওভার এভাবেই ভাগাভাগি করে ব্যবহার করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। এই সহজ সমীকরণটি প্রতিপক্ষেরও জানা। তবু রহস্যভেদ করতে পারছে না কেউই।
মোস্তাফিজ এবারের বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ফেলেছেন। উইকেট নিয়েছেন ৭টি, ১০.২৮ গড়ে বোলিং করে যাওয়া মোস্তাফিজের ইকোনমিও অবিশ্বাস্য (৩.৩৭)। এখন পর্যন্ত মোস্তাফিজ ডেথ ওভারে বল করেছেন ৬টি ওভার, রান দিয়েছেন মাত্র ১০। গতকাল তো নেপালের বিপক্ষে ১৯তম ওভারে কোনো রান না দিয়েই উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। চূড়ান্ত আধিপত্য বলতে যা বোঝায়, এবারের বিশ্বকাপে মোস্তাফিজ যেন ঠিক তা-ই করে দেখাচ্ছেন।