পরিবেশবান্ধব হিসেবে বাগেরহাটে কাঠের তৈরি বাইসাইকেল যাচ্ছে ইউরোপের বাজারে, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা।
শিশুদের জন্য বিশেষভাবে আম, গামারি কাঠ দিয়ে তৈরি এই সাইকেলে নেই কোনো প্যাডেল। শিশুরা যখন হাঁটতে শেখে তখন তাদের এই ‘বেবি ব্যালেন্স সাইকেল’ দেওয়া হয়।
ইউরোপের দেশ গ্রিসের ক্রেতা প্রতিষ্ঠান ‘কোকো-ম্যাট’ গত বছর বাংলাদেশের প্রতিষ্ঠান ‘ন্যাচারাল ফাইবার’ এর কাছে ২০ হাজার কাঠের সাইকেলের জন্য ক্রয়াদেশ দেয়। যা এরই মধ্যে রপ্তানি করা হয়েছে। আগামী কয়েক মাসে আরও ২০ হাজার সাইকেল গ্রিসে পাঠানো হবে বলে জানান প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ।