অধিকাংশ আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে না কেন

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ২৩:২২

প্রায় দুই বছর অপেক্ষার পর অ্যাপলও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করল। সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপল ইন্টেলিজেন্সের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। যার ফলে আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয়। কিন্তু সব আইফোন ব্যবহারকারী কি অ্যাপলের ইন্টেলিজেন্স সুবিধা ব্যবহার করতে পারবেন?


ডব্লিউডব্লিউডিসি সম্মেলনের মূল অধিবেশনের পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করে অ্যাপল। তাতে দেখা যায়, অ্যাপল ইন্টেলিজেন্স শিগগিরই সব আইফোনে ব্যবহারের সুযোগ মিলছে না। প্রাথমিকভাবে সর্বশেষ মডেলের আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ সুবিধা ব্যবহার করা যাবে। এ ছাড়া এ সুবিধাটি এখন শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে। অ্যাপলের ইন্টেলিজেন্স সিস্টেম এবং এআই সুবিধাসহ সিরি এ বছরই আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে যুক্ত হবে। কিন্তু ৯০ শতাংশের বেশি আইফোন ব্যবহারকারী তাঁদের ফোনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন না।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us