উচ্চবংশীয় ছাগল–কাণ্ড থেকে কথিত পিতার কাণ্ড

প্রথম আলো শওকত হোসেন মাসুম প্রকাশিত: ২০ জুন ২০২৪, ২০:৪৬

সুকুমার রায়ের ‘হযবরল’-এর সেই ছাগলটির কথা নিশ্চয়ই মনে আছে। তার একটা নামও ছিল, ‘শ্রীব্যাকরণ শিং বি. এ. খাদ্যবিশারদ’। হযবরলতে তার আগমন এভাবে:
‘অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করল, “আমার কথা হচ্ছে বুঝি”?’


আসলেই, ছাগলের কথাই হচ্ছে এখন। দেশজুড়েই ছাগল নিয়ে লঙ্কাকাণ্ড শুরু হয়ে গেছে। যাকে নিয়ে এত কথা, কোরবানি ঈদের পরেও সে–ও দিব্যি বেঁচেবর্তে আছে। এখনো কারও উদরে যেতে পারেনি আলোচিত সেই ‘বিটল’ প্রজাতির ছাগল। তবে উদরপূর্তির আগে বিরল প্রজাতির ও বিরল দামের ছাগল নিয়ে কথাবার্তা তো হতেই হবে। ১৫ লাখ টাকা দামের ছাগল বলে কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us