সব মানুষই হয়তো কিছু না কিছু খোঁজে। আমার বাবা সুন্দর শব্দ খোঁজেন। আমার লেখায় আমি সুন্দর শব্দ খুঁজে পাই না; কিন্তু বাবা পান।
একবার আমার একটি কবিতা পড়ে তিনি বললেন, ‘আবাদি মেঘ’ আর ‘অনাবাদি মেঘ’ শব্দবন্ধ দুটি তাঁর খুব পছন্দ হয়েছে।
আমি বললাম, পছন্দ যখন হয়েছে, নিয়ে নাও।