কক্সবাজার শহর থেকে ১১ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের মোহনায় ছোট্ট দ্বীপ সোনাদিয়া। লাল কাঁকড়া, কাছিম ও বিরল পাখির কারণে সুপরিচিত এই দ্বীপে দুই দফায় গত মার্চ ও মে মাসের শুরুতে গিয়ে দেখা যায়, খননযন্ত্র দিয়ে ঘের তৈরির কাজ চলছে। কেটে ফেলা হচ্ছে গাছ। উদ্দেশ্য চিংড়ি চাষ।
সরেজমিনে গত ৩০ মে আবার দেখা যায়, চিংড়িঘেরগুলোর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষ দিকে পানি ঢুকিয়ে ঘেরে চিংড়ির পোনা ছাড়া হবে।
অথচ সোনাদিয়া দ্বীপটিকে ২০০৬ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। মানে হলো, সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না।