মাদকাসক্তির তথ্য গোপন করা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হয়েছেন। তিনিই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছেলে, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
এখন হান্টারের বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। তিনি যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, তাঁর সাজার মেয়াদ অতটা লম্বা হবে না।
এই মামলা নিয়ে এখন পর্যন্ত কী জানা গেছে এবং ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা–কল্পনা।