যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছেও হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান দল। সুপার এইট পর্বে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের, সেই সঙ্গে অন্য ম্যাচের ফলগুলোও আসতে হবে তাদের পক্ষে।
নিউইয়র্কে গতকাল রাতে বাঁচা–মরার প্রথম পরীক্ষায় অবশ্য ভালোভাবেই উতরে গেছে পাকিস্তান। কানাডার দেওয়া ১০৭ রানের লক্ষ্য ৭ উইকেট আর ১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। পাকিস্তানের অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হলেও কাল বেশ ভালোই করেছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে দুজনের ৬৩ রানের জুটিই পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছে।