২০২৩ সালের নভেম্বর মাসের মধ্যরাত। ১৭ জনের একটি দল সুন্দরবন থেকে বন্য প্রাণীর ছবি তুলে ফিরছে ঢাকার দিকে। মোংলার কাছে বাদ সাধল জাহাজের ইঞ্জিন। সারেং জানালেন, জাহাজ চলবে না। বিকল ইঞ্জিন সারাতে লাগবে কিছু যন্ত্রাংশ। জায়গাটা সুন্দরবন—জলে কুমির ডাঙায় বাঘ। মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না। এমন দমবন্ধ পরিবেশে রাত ক্রমে গভীর হলো। অবশ্য শেষ পর্যন্ত জাহাজ ফিরতে পেরেছিল অনেকটা দেরি করে।
এমন অনেক স্মৃতি জমে গেছে ফটোগ্রাফার সোফিয়া জামানের জীবনে। অথচ কোনো দিন যে ছবি তুলবেন, সেটা ভাবেননি। স্বামী মারা যাওয়ার পর ভীষণ একাকিত্ব ভর করে তাঁর ওপর। মন খারাপের সেই দিনগুলোতে তিনি ছবি তোলার কথা ভাবলেন। বাবা ছবি তুলতেন। সেই সূত্রে তাঁর ফটোগ্রাফির প্রতি টান ছিল আগে থেকেই। কে জানত, সেই টান আর একাকিত্ব ভোলার মাধ্যম হিসেবে বেছে নেওয়া ফটোগ্রাফি দেশ-বিদেশে তাঁকে পরিচিতি এনে দেবে! ফুল, পাখি, প্রজাপতি, আকাশ, বন্য প্রাণী কিংবা প্রকৃতির ছবি তোলেন সোফিয়া জামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন সোফিয়া। বাবার ব্যবসার সুবাদে অনেক বছর থেকেছেন সেই শহরে। এখন থাকেন ঢাকার মোহাম্মদপুরে। তিন ছেলে নিয়ে তাঁর পরিবার।