হাসপাতালের বেডে চমস্কি, তবুও ইসরাইলি আগ্রাসন নিয়ে সরব

যুগান্তর প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১২:৫৭

সমসাময়িক দার্শনিকদের মধ্যে ইসরাইলে গাজার আগ্রাসন নিয়ে সবচেয়ে উচ্চকন্ঠ নোয়াম চমস্কির। শুধু আজ থেকে নয়, বছরের পর বছর ধরে ইসরাইলি নির্মমতার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছেন এই আমেরিকান। গত ৭ অক্টোবর থেকে নতুন করে ইসরাইলি হামলায় গাজার দুর্দশা চরমে। ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে শয্যাশায়ী আছেন ৯৫ বছর বয়সী চমস্কি। নিজের করুণ অসুস্থতার মাঝেও ইসরাইলের বিরুদ্ধে নিজের প্রতিবাদ জারি রেখেছেন তিনি।


২০১৫ সাল থেকে ব্রাজিলে বসবাস করে আসছেন চমস্কি দম্পতি। গত বছর জুনে স্ট্রোক হয় চমস্কির। এর পর থেকে স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। এখন ব্রাজিলেই চিকিৎসা চলছে তার। জীবনের শেষ দিকে বয়সের ভারে ন্যুজ চমস্কি ভুলেননি ফিলিস্তিনি জনগণের কথা। গাজা যুদ্ধের ছবি দেখে বিছানা থেকেই বাঁ হাতের মুষ্টিবদ্ধ প্রতিবাদ জানাচ্ছেন তিনি। 


চমস্কির অবস্থা জানতে যোগাযোগ করে টিআরটি নিউজ। ইমেইলের জবাবে গাজা দুর্দশার নিয়ে চমস্কির মনের অবস্থা জানিয়েছেন তার স্ত্রী ভ্যালেরিয়া। সেখানে তিনি জানিয়েছেন, ব্রাজিলের সংবাদপত্রে গাজায় ইসরাইলি হামলার খবরে চোখ রাখছেন চমস্কি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us