কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মহাসড়কে বাড়ছে চাপ; আর সেই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মাথায় ফিরে আসছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ভোগান্তির পুরনো শঙ্কা।
ঈদ যাত্রায় উত্তরাঞ্চলগামী মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের অন্তত ২৩টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিবছর দুই ঈদে যানজট ও ভোগান্তিকে সঙ্গী করে এ পথ দিয়ে ঘরে ফেরে মানুষ।
ঢাকা থেকে যানবাহনগুলো জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত চার লেইনের সড়কের সুবিধায় দ্রুত আসতে পারে।কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুতে উঠতে লেইন মাত্র দুটি। ২৬ বছরের পুরনো বঙ্গবন্ধু সেতুও দুই লেইনের।