জনপ্রিয় বাইক সংস্থা কাওয়াসাকি। নতুন সুপারবাইক নিনজা জেডএক্স-৪আরআর আনলো সংস্থা। ৩৯৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এতে। এটি একটি ইনলাইন-ফোর ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭৭ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক তৈরি করতে পারে।
এই মডেলের ফ্রেম আর স্ট্যান্ডার্ড মডেলের ফ্রেমের বড় কোনো পার্থক্য নেই। শুধু তফাৎ রয়েছে সাসপেনশনে। সামনে মিলবে অ্যাডজাস্টেবেল প্রি-লোড ফর্ক এবং পেছনে মনোশক। এতে বাই-ডাইরেকশনাল কুইকশিফটারও দেওয়া হয়েছে।