দুই বছর আগে রাজকে কেন্দ্র করে বিদ্যা সিনহা মিমকে জড়িয়ে ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন পরীমনি। সেই থেকে মিম ও পরীমনির দূরত্ব। তবে গত শুক্রবার একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে পরস্পর দুজনের দেখা হয়। মিমের তথ্যানুযায়ী, সেদিন আগের আচরণের জন্য মিমকে ‘সরি’ বলেন, জড়িয়ে ধরেন পরী। মিমও ক্ষমা করে দেন। তবে খবরটি প্রকাশের পর পরীমনি ‘সরি’ বা ক্ষমার বিষয়টি অস্বীকার করেছেন। এ নিয়ে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সরি, ক্ষমা চাওয়া ও না চাওয়ার বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে।
এই চর্চার মধ্যেই হঠাৎ করে পরীমনিকে ঘিরে নতুন আরেকটি ইস্যু সামনে চলে এসেছে। সেই সময়ে পরীমনি ও রাজের দাম্পত্য কলহের মধ্যে রাজের ফেসবুক আইডি থেকে রাজকে জড়িয়ে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। সেই সময় ঘটনাটি হইচই ফেলে দেয়। ভুক্তভোগীসহ মিডিয়াপাড়ার অনেকেই ভিডিও ফাঁসের ঘটনার জন্য পরীমনিকে ইঙ্গিত করেন। ওই ঘটনায় তানজিন তিশার সঙ্গেও পরীমনির সম্পর্কের অবনতি ঘটে। এর পর থেকেই পরীমনির সঙ্গে তানজিন তিশার কথা বলা বন্ধ।