আজকের দিবসটি খুবই অদ্ভুত লাগছে হয়তো আপনার কাছে। প্রতিদিনই তো আমরা যে কারও সঙ্গে দেখা হলে হাই বলি, কুশল বিনিময় করি। তাহলে আজ কেন বিশেষভাবে সবাইকে হাই বলতে হবে! আজ দিনটিকে বিশেষ এক মানুষের জন্য উতসর্গ করা হয়েছে। যিনি তার সঙ্গে দেখা হওয়া সবাইকে হাসিমুখে হাই বলতেন।
জোসেফ অ্যান্টনি সিনোত্তির স্মরণে উদযাপিত হয় এই দিনটি। একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর ছিলেন জোসেফ। মাত্র ১৫ বছর বয়সে আজকের দিনেই মারা যান তিনি। জোসেফ সারাজীবনে তার সঙ্গে দেখা হওয়া সবাইকে অভিবাদন জানানোর অভ্যাস করে তুলেছিলেন। তার উচ্ছ্বসিত ব্যক্তিত্ব তাকে সবার কাছে পছন্দের মানুষ হিসেবে গড়ে তুলেছিল।