বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের কথা আমরা বলে থাকি। এর মধ্যেও জনগণের দাবিতে সরকার অল্প কিছু ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করেছিল। যেমন সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করা হয়েছিল।
তবে এই পদক্ষেপগুলো অকেজো বা নাকচ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে। সড়ক আইনের শক্ত বিধান শিথিল করা হয়েছে, উচ্চ আদালত ভ্যাট প্রত্যাহার ঘোষণা বাতিল করেছেন, সবশেষে কয়েক দিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছেন।মুক্তিযোদ্ধা