বৈশ্বিক পর্যায়ে ভিডিও গেমের বাজার প্রতিনিয়ত বাড়ছে। গত বছর এ খাতে এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চল ৮ হাজার ৫৫০ কোটি ডলার আয় করেছে এবং বছরওয়ারি হিসেবে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সামনের বছরগুলোয় ভারত এ অঞ্চলগুলোর নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকরা।
ভিডিও গেমের বাজার গবেষণা ও কনসালটেশন ফার্ম নিকো পার্টনারসের তথ্যের বরাতে গেটওয়ে টু গেমিংয়ে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলে গেমিং খাতের এ প্রবৃদ্ধি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।