দুই বছর ধরে নিত্যপণ্যের চড়া দামের চাপে থাকা মধ্যবিত্তের জীবন আরও কঠিন হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে যে বাজেট দিয়েছেন, তাতে বিভিন্নভাবে মধ্যবিত্তের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবার তাঁদের আয় বাড়ার আশাও কম।
বাজেটে শুল্ক ও কর বাড়ানোর ফলে মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, রেফ্রিজারেটর বা ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), বৈদ্যুতিক বাতি কেনা এবং কোমল পানীয়, ফলের রস ও আইসক্রিম খাওয়ার খরচ বাড়বে। বিনোদন ও ভ্রমণ থেকেও বাড়তি কর আদায়ের পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী।