মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা-কর্মচারীদের পোশাক (ইউনিফর্ম) আবার বদলানো হয়েছে। এ নিয়ে তিনবার পোশাক বদল হলো। সর্বশেষ ৪ জুন পোশাকের রংসহ পরিধানের সব বিষয় চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে ওই পোশাক নিয়ে এবার আপত্তি তুলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলছেন, ওই রঙের পোশাক একসময় পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ব্যবহার করলেও একটি বাহিনীর আপত্তিতে বাদ দেওয়া হয়েছে। তাদের পরার ক্ষেত্রেও আপত্তি আসতে পারে। এ ছাড়া বারবার পোশাক বদল করা হলে অধিদপ্তরের সদস্যদের পরিচয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।