সম্প্রতি সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির এআই বিকাশে কাজ করা বর্তমান ও সাবেক একদল কর্মী এক খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন, বাড়তি সুরক্ষা ব্যবস্থা ছাড়া এআই ‘মানুষের অস্তিত্বের জন্য হুমকি’ হতে পারে।
এই চিঠিতে স্বাক্ষর করেছেন মূলত চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই, এআই স্টার্টআপ অ্যানথ্রপিক ও গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের ১৩ জন সাবেক কর্মী। চিঠি লেখকদের যুক্তি হচ্ছে, বিভিন্ন নতুন অগ্রগতি নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে শীর্ষ এআই গবেষকদের আরও সুরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন।