মধ্যবিত্তের বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। অতিরিক্ত সুদ পরিশোধ কমাতে সঞ্চয়পত্র বিক্রিতে এরই মধ্যে জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত। এতে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমছে ক্রমাগত। বাজেট ঘাটতি পূরণে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা এবার আরও কমিয়েছে সরকার।
আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ঠিক করা আছে ১৮ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।