দুই দলের শক্তি-সামর্থ্য, ফুটবল ঐতিহ্য এবং ফিফা র্যাঙ্কিংয়ে যেমন বিস্তর ফারাক, মাঠের লড়াইয়েও তা বেশ ফুটে উঠল। স্পেনকে প্রথমার্ধে অবশ্য ভালোই আটকে রেখেছিল পুঁচকে অ্যান্ডোরা। তবে বিরতির পর আর পারল না দলটি। একের পর এক জালে বল পাঠিয়ে নিজেদের ঝালিয়ে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতিপর্বে বুধবার রাতে ৫-০ গোলে জিতেছে স্প্যানিশরা। বদলি নেমে হ্যাটট্রিক করেছেন মিকেল ওইয়ারসাবাল। তার হ্যাটট্রিকের আগে ও পরে গোল দুটি করেন আইওসে পেরেস ও ফেররান তরেস।