ব্রুস লি কিংবা জ্যাকি চ্যানের ধুন্ধুমার অ্যাকশন দেখে রক্তে রোমাঞ্চ জাগে আমাদের। কুংফু-কারাতেসহ মার্শাল আর্টের বিচিত্র কসরত নিয়ে যায় শিহরণজাগানো এক জগতে। তবে এসব দেখে মনে হয়, এগুলো বুঝি শুধুই পুরুষদের চর্চার বিষয়। সে কারণে কোনো নারীকে মার্শাল আর্ট শিখতে দেখলে কিংবা অনুশীলন করতে দেখলে এখনো আমাদের চোখ ও ভাবনা আটকে যায় মুহূর্তের জন্য হলেও।
মার্শাল আর্টের অনেক ভাগের মধ্যে একটি হলো উশু। চীনের মাটি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এখন এর চর্চা হয়। সেই সূত্রে এটি আমাদের দেশেও চর্চিত খেলা। ১১ বছর ধরে এর অনুশীলন করে চলেছেন তানজিনা মিতু। তবে এবার তাঁর মিশন উশুতে পদক জেতা নয়, বাইসাইকেলে চেপে ৬৪ জেলা ভ্রমণ। আর এই ভ্রমণে কিশোরীদের উশু ও কারাতে শেখার প্রয়োজনীয়তার কথা জানাবেন মিতু।