মহাকাশে ঘটে বিভিন্ন মহাজাগতিক বিস্ফোরণ বিশ্লেষণ করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নতুন এক গবেষণায়।
গবেষণাটিতে ‘মেশিন লার্নিং’ পদ্ধতি ব্যবহার করার কথা বলেছেন গবেষকরা। এর লক্ষ্য, ‘সুপারনোভা’ নামে পরিচিত তারা বিস্ফোরণের বিভিন্ন ঘটনার সিমুলেশন তৈরি করা, যা থেকে মহাবিশ্বে ক্যালসিয়াম ও লোহার মতো উপাদান ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যভিত্তিক ‘ইউনিভার্সিটি অফ ওয়ারউইক’ পরিচালিত এ গবেষণার লক্ষ্য হল, সুপারনোভা কেন ও কীভাবে ঘটে, সে বিষয়ে জোতির্বিদদের বোঝাপড়া বাড়ানোতে সহায়তা করা।