সব ওয়েব ব্রাউজারেই ভিজিট করা ওয়েব পেইজের একটি তালিকা ধারণ করা থাকে। কেউ চাইলে এ তালিকা মুছে ফেলতে পারেন, যা ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে ফেলবে এবং ধারণ করা তথ্য মুছে ফেলবে।
প্রতিটি ব্রাউজারে আলাদাভাবে হিস্ট্রি সংরক্ষণ করা থাকে। ফলে, কেউ একাধিক ব্রাউজার ব্যবহার করলে এবং সব হিস্ট্রি মুছে ফেলতে চাইলে, আলাদা করে প্রতিটি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে হাও-টু গিক।
পাশপাশি, ব্রাউজারে কোনো হিস্ট্রি সংরক্ষণ না করেই সংবেদনশীল ওয়েবসাইটগুলো ব্রাউজ করার জন্য ‘প্রাইভেট ব্রাউজিং মোড’ ব্যবহার করতে পারেন। এতে করে আলাদাভাবে হিস্ট্রি মুছে ফেলার ঝামেলায় যেতে হবে না।