বাথরুম বা টয়লেট হলো জীবাণুর আঁতুরঘর। অনেকেই সপ্তাহে একদিন বা দু’দিন পরিষ্কার করেন বাথরুম। তবে বাথরুম পরিষ্কার করলেও দেওয়ালে থাকা টাইলস পরিষ্কার করতে অনেকেই ভুলে যান। ফলে জীবাণু ছড়াতে পারে, আর অজান্তেই বেশ কিছু রোগ বাসা বাঁধে শরীরে।
বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ই-কোলাই, সালমোনেল্লা, নোরোভাইরাস, হেপাটাইটিস এ, এমআরএসএ, ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে। বিশেষ করে পাবলিক টয়লেটে এ ধরনের ব্যাকটেরিয়া বহুগুণ বেশি থাকে। এমনকি সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বেশি থাকে। তাই যারা পাবলিক টয়লেট ব্যবহার করেন, তাদের সতর্ক থাকতে হবে।