ভারতের লোকসভা নির্বাচনের শেষ বেলা তিনটা পর্যন্ত ফলাফলের যে চিত্র, তাতে দুটি কথা সম্ভবত বলা যায়। এক, এবারও নির্বাচনে জিততে চলেছে বিজেপি এবং দুই, গত দুবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা তারা সম্ভবত পাবে না।
নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। সুতরাং নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এই চিত্র স্থায়ী হবে কি না। তবে অর্ধেক বা তার বেশি ভোট গণনা হয়ে যাওয়ার পর মনে করা হচ্ছে যে বিজেপি জিতবে এবং পরবর্তী সরকার তাদের শরিকদের নিয়েই চালাতে হবে।
অর্ধেক ভোট গণনা শেষে বিজেপি এগিয়ে রয়েছে ২৪১ আসনে, আর প্রধান বিরোধী দল কংগ্রেস ৯৯ আসনে। গত নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। অর্থাৎ প্রয়োজনীয় আসনের চেয়ে ৩১ আসনে পিছিয়ে রয়েছে বিজেপি।