স্মার্টফোনে ফ্রড অ্যাপস চিনিয়ে দেবে গুগল, সতর্ক করবে বিপদ আসার আগে

যুগান্তর প্রকাশিত: ০২ জুন ২০২৪, ২১:৫০

উন্নত ম্যালওয়্যার শনাক্তকরণ, জালিয়াতি প্রতিরোধ, এবং অ্যাপ নিরাপত্তা টুল উন্নত করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে গুগল। গ্রাহক সুরক্ষার্থে নিজের সিকিউরিটি ফিচারগুলোকে আরও শক্তিশালী করে তুলছে গুগল। এবার অ্যাপ স্ক্যান করেই গুগল বলে দেবে সেটা ফ্রড কিনা। আর সেই জন্যই গুগল তার গুগল প্লে-প্রোটেক্ট লাইভ থ্রেট ডিটেকশন ফিচারের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতা প্রসারিত করছে। এই ফিচারটি আপডেট হলে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা অ্যাপগুলোকে ম্যালওয়ারের জন্য স্ক্যান করতে পারবে। বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এমনটাই ঘোষণা করেছে কোম্পানি।


এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে কখনও কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের অভিপ্রায়গুলো লুকিয়েও রাখে, তাহলেও গুগল তার অন-ডিভাইস এআই ক্ষমতার মাধ্যমে লাইভ হুমকি শনাক্ত করে ফেলবে। 


গুগলের মতে, গুগল প্লে-প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us