শুষ্ক, আস্তরযুক্ত ত্বক দেখতে ছাই বর্ণের লাগে। ইংরেজিতে যাকে বলে ‘অ্যাশি স্কিন’।
দেহের সবচেয়ে বড় অঙ্গ হিসেবে ত্বকের সর্বত্র হয়ত ঠিকমতো যত্ন নেওয়া হয় না। তবে মুখের অংশে অন্তত নজর দেওয়া যেতেই পারে।
খসখসে, শুষ্ক ত্বকের অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘জেরোসিস’।
এই তথ্য জানিয়ে টেক্সাসের ত্বক-বিশেষজ্ঞ ডা. ডিয়ান ডেভিস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন বলেন, “ভাগ্যক্রমে ত্বকের শুষ্কাবস্থা বেশি দিন স্থায়ী হয় না। সাধারণ কিছু নিয়ম চর্চার মাধ্যমে এই সমস্যা সারানো যায়।”