গবেষণা: ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৪০% ভবন

যুগান্তর প্রকাশিত: ০২ জুন ২০২৪, ১২:০৪

টাঙ্গাইলের মধুপুর ফল্টে মোটামুটি শক্তিশালী তীব্রতার ভূমিকম্প হলে ঢাকার যত ভবন আছে তার অর্ধের ধসে পড়তে পারে বলে একটি গবেষণায় উঠে এসেছে। শনিবার রাজধানীতে এক আয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।


এতে বলা হয়, মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ তীব্রতার ভূকম্পনে ঢাকার ৮ লাখ ৬৪ হাজার ৬১৯টি থেকে ১৩ লাখ ৯১ হাজার ৬৮৫টি ভবন ধসে বা ভেঙে পড়তে পারে, যা মোট ভবনের ৪০ দশমিক ২৮ থেকে ৬৪ দশমিক ৮৩ শতাংশ।


ঢাকায় ভবন ধসের আশঙ্কার এ সর্বনিম্ন ও সর্বাধিক শতাংশের গড় করলে দাঁড়ায় ৫২ দশমিক ৫৩ শতাংশ অর্থাৎ অর্ধেকের বেশি।


রাজউকের ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প’র পরিচালক আবদুল লফিত হেলালী গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, সিলেটে ভূমিকম্পপ্রবণ লাইনে ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন হলেই ধসে পড়তে পারে ঢাকার ৪০ হাজার ৯৩৫টি থেকে ৩ লাখ ১৪ হাজার ৭৪২টি ভবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us