শেষ দফার ভোটের আগে আলোচনায় মোদির ধ্যান

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২৪, ২০:১১

ভারতের লোকসভা ভোট শেষ হচ্ছে। আগামীকাল শনিবার সপ্তম ও শেষ দফার ভোটে সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। কাল ভোট হবে ওডিশা বিধানসভার ৪২ আসনেও। এই রাজ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বিজু জনতা দলের সঙ্গে বিজেপির।


শেষ পর্বের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই, দুটি কারণে। প্রথমত, উত্তর প্রদেশের বারানসি আসনে বিজেপির প্রার্থী তিনি। ২০১৪ সালে গুজরাটের বরোদা ছাড়াও তিনি দাঁড়িয়েছিলেন বারানসিতে। দুই আসনেই জেতার পর বরোদা ছেড়ে বারানসিকেই তিনি আঁকড়ে ধরেন। এবার জিতলে সেটা হবে তাঁর জয়ের হ্যাটট্রিক। প্রধানমন্ত্রী হিসেবেও তিনি ক্ষমতাসীন থাকার হ্যাটট্রিক করতে চাইছেন। দ্বিতীয় কারণ, দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্র মধ্যে অবস্থিত ‘বিবেকানন্দ রক’-এ গিয়ে তাঁর ধ্যান করার সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তাঁর ধ্যানপর্ব ও আরাধনা। শনিবার ভোটপর্ব সাঙ্গ হলে তিনি ধ্যানভঙ্গ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us