গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণসুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় নিয়মিত গুগল ফটোজের বিভিন্ন সুবিধা হালনাগাদ করে থাকে গুগল। তবে এবার গুগল ফটোজের হালনাগাদ সংস্করণে থিংস ক্যারোসেল সুবিধা বাদ দেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল ফটোজের সার্চ ট্যাবে থাকা থিংস ক্যারোসেল সুবিধা ব্যবহার করে ফটো লাইব্রেরিতে থাকা সেলফি, স্কাই লাইন, কনসার্ট, এয়ারপ্লে, কার প্রভৃতি বিষয়ের ছবি একসঙ্গে খুঁজে পাওয়া যেত। ব্যবহারকারীদের কাছে এ সুবিধা জনপ্রিয়তা পেলেও আরও দ্রুত ছবি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত হচ্ছে গুগল ফটোজে। ‘আসক ফটোজ’ নামের এ সুবিধা ব্যবহারকারীদের ছবি খোঁজার ধরন শনাক্ত করে একই ধরনের সব ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করবে। ফলে অল্প সময়ে প্রয়োজনীয় সব ছবির সন্ধান পাওয়া যাবে। শিগগিরই এ সুবিধা গুগল ফটোজে ব্যবহার করা যাবে।