অধিক উচ্চতার জোয়ার ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে দেশের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনে বন্য প্রাণীর মৃত্যু ক্রমেই বাড়ছে। সর্বশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ারে সুন্দরবনে ৯৬টি হরিণ ও চারটি বন্য শূকর মারা গেছে। বন্য প্রাণীর প্রাণহানির এমন ঘটনা দেশের বনাঞ্চল ও বন্য প্রাণীর জন্য উদ্বেগজনক বলছেন প্রাণী ও দুর্যোগবিশেষজ্ঞরা।
রিমালের তাণ্ডবে এত বন্য প্রাণীর মৃত্যু জলবায়ু–সংকটে অভিঘাত মোকাবিলায় মানুষের পাশাপাশি বন্য প্রাণীরও সুরক্ষা দরকার—কথাটিই জানান দিয়ে গেল। এ ব্যাপারে শিগগির উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন দুর্যোগবিশেষজ্ঞরা। বললেন, জোয়ার মোকাবিলায় সুন্দরবন ও অন্য বনাঞ্চলের ভেতরে প্রাণীদের আশ্রয়ের জন্য উঁচু ডিবি তৈরির পাশাপাশি মিঠাপানি, খাবারের সংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানে গত রোববার রাতে। ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রায় ৪০ ঘণ্টা। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয় সুন্দরবন; যা বন্য প্রাণীর জন্য ছিল অসহনীয় এবং টিকে থাকার জন্য দুরূহ।