বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি সংস্থা পোর্শে। হাইব্রিড প্রযুক্তিসহ নতুন গাড়ি আনছে সংস্থা। যেটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। জার্মানি বিলাসবহুল ব্র্যান্ড পোর্শে ২০২৪ সালের শেষ দিকে অফিসিয়ালি লঞ্চ হবে পোর্শে ৯১১ জিটিএস হাইব্রিড। গাড়িতে ইঞ্জিনের পাশাপাশি ব্যাটারি প্রযুক্তিও থাকবে।
হাইব্রিড গাড়ির সঙ্গে সাধারণ মানুষের পরিচয় এখনও সেই ভাবে গড়ে ওঠেনি। সুপারকারে এমন প্রযুক্তি সাড়া ফেলেছে বাজারে। এই প্রথম কোনো হাইব্রিড গাড়ি আনল পোর্শে। এতে ১২ভি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে, সঙ্গে ৮৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি।