সাপ, কুমির, হরিণ, বাঘ এমনকি হাতির একটু চামড়ার দাম লাখ লাখ টাকা। এসব প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয়, বিলাসবহুল জামা, জুতা, ব্যাগ এমনকি বেল্টের মতো পণ্য। কিন্তু নিষিদ্ধ এসব চামড়া কোথায় বিক্রি হয় আর কারা এর ক্রেতা?
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় হাতির চামড়া। যার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। মজবুত ও টেকসই এই চামড়া দিয়ে তৈরি করা হয় দামি দামি সব পণ্য। আইন অনুযায়ী যদিও সারা বিশ্বে হাতি শিকার ও এর চামড়া বিক্রি পুরোপুরি নিষিদ্ধ, তবুও চীনের কালোবাজারে অবৈধভাবে হাতির চামড়ার ব্যবসা হয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের চোরা শিকারিরা অবৈধভাবে হাতি শিকার করে থাকে।