জাতীয় দল বিশ্বকাপে ব্যস্ত, ঘরোয়া ক্রিকেটও নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তবু ক্রিকেটারদের ভিড়। সকালে বাংলাদেশ টাইগার্সের, বিকেলে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের অনুশীলন। পালা করে প্রতিদিনই চলছে ‘ক্রিকেটের অফ সিজন ক্যাম্প’। সামনে বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দল বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। টাইগার্স ও এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই সেই দলগুলো সাজানো হবে বলে জানিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক।
আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেন, ‘এইচপি ও টাইগার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের “এ” দলের জন্য আলাদাভাবে অনুশীলন আয়োজন করতে হচ্ছে না। আমরা অনেক বেশি খেলোয়াড়কে মধ্য থেকে “এ” দলটা সাজাতে পারব।’ পরে যোগ করেন, ‘জাতীয় দলের যেমন খেলা রয়েছে, “এ” দলেরও খেলা থাকবে। ঘরোয়া মৌসুমের পর আরেকটি ঘরোয়া মৌসুম শুরু হলেও আমাদের এই তিনটা দল খুব ব্যস্ত থাকবে।’